• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

২১ মার্চ ২০২৪ দুপুর ১২:১১:৪০

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডের জেনেভাতে আইপিইউ অ্যাসেম্বলি শীর্ষক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা ত্যাগ করেছেন।

২০ মার্চ বুধবার দিবাগত গভীর রাত ৩টার দিকে জেনেভার উদ্দেশ্যে স্পিকার ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন। জেনেভায় আগামী ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১৪৮তম আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেন।

এছাড়া, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন। সরকারি সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধিদল ও তাঁর সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ তারিখে দেশে ফিরবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩