স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
৫ জুলাই বুধবার সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন।
এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে।
এ ছাড়া একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে লাল-সবুজেরা।
অন্যদিকে টেস্টে পরাজয়ের পর পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী আফগানিস্তান। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে তুলেছে ৭৭ রান। সমান ৩ রান নিয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান ১ টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available