রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাসেম বলেছেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তিনি এখনো বসে থাকেনি। আমাদের পাশের দেশ ভারতে বসে তিনি এখনো স্বরযন্ত্র করছেন। তার এসব স্বরযন্ত্রকে মোকাবিলা করতে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে।
১৩ ডিসেম্বর শুক্রবার নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে ও নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামুর পরিচালনায় এক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আবুল কাসেম বলেন, খবরের পাতা খুললেই দেখা যায় রায়পুরার এ চরগুলোতে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে। টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করছে। নির্বাচনকে ঘিরে সবসময় এখানে হামলা সংঘর্ষ হয়। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসালে আমাদের প্রথম কাজই হবে চরাঞ্চলের এইসব টেঁটা যুদ্ধ বন্ধ করা।
বিএনপির এই নেতা আরও বলেন, ভেলুয়ারচর এলাকায় চারদিকেই নদীপথ রয়েছে। এ অঞ্চলে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে খুব সহজে এ এলাকার মানুষ কর্মমুখী হবে। তাদের একটা কর্মসংস্থান হবে। সিমেন্ট ফ্যাক্টরি বা পেপার মিল তৈরি করলে সুবিধা হবে।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুঁইয়া মোহনসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা জজ কোর্টের এ পি পি খন্দকার মেহেদীহাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরসিংদী জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামছু উদ্দিন সামু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available