• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১০:৫৮ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১০:৫৮ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরায় ১২ কেজি ভারতীয় রূপা জব্দ

১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:১৩:৫০

সাতক্ষীরায় ১২ কেজি ভারতীয় রূপা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

১৯ এপ্রিল শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অধিনায়ক আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা ব্যাটালিয়ন’র (৩৩ বিজিবি) অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩—এস’র ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী স্থান হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালী স্থানে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা আসবে।

পরে অধিনায়কের নির্দেশে এসআইপি এনসিও হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে আভিযানিক দলটি বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারিরা পায়ে হেটে উক্ত এলাকায় এসে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭,২৪,৭৫০/— (সাতাশ লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

তিনি আরও বলেন, জব্দ ভারতীয় রূপার বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করা হয়েছে। আদালতের আদেশ নিয়ে আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
২০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২১:০৫





ঘিওরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৬:৫৩