• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১১:৩৭ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১১:৩৭ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

১০ বছর পর আমন চাষের আওতায় এলো দুই হাজার একর জমি

১১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:০৯:৫০

১০ বছর পর আমন চাষের আওতায় এলো দুই হাজার একর জমি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে দীর্ঘ ১০ বছর ধরে প্রবাহমান পানির ক্যানেল বন্ধ থাকায় প্রায় ২ হাজার একর জমিতে জলাবদ্ধতার করণে অনাবাদি হয়ে পড়েছিল। ইউনিয়ন পরিষদ ও কৃষকদের নিজেদের অর্থায়নে ক্যানেল সংস্কার করে পানি নিষ্কাশনের ফলে আবারও আমন চাষের আওতায় এসেছি এসব জমি। দুশ্চিন্তা দূর হয়েছে কৃষকদের।

খানসামা উপজেলার গোয়ালডিহি নলবাড়ী বিল হতে দুবলিয়া গ্রাম পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এলাকাজুড়ে জলাবদ্ধতার ফলে এতদিন ২ হাজার একর জমি অনাবাদি হয়ে ছিল । এই সমস্যা নিরসন করে খানসামা উপজেলার গোয়ালডিহি নলবাড়ী বিল থেকে সোনার মন্ডব হয়ে যোতরঘু পর্যন্ত ক্যানেল সংস্কারের ফলে হাসি ফুটেছে ওই এলাকার কৃষকদের মুখে ।

এ ব্যাপারে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতেই আমরা ক্যানাল সংস্কার করে জমিগুলোকে চাষের আওতায় এনেছি।

তিনি বলেন, কোনো ধরনের কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে জনগণের ভোগান্তি লাঘবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্যানেল সংস্কারের কাজ শুরু করেছি। কাজ সফল করতে ক্যানেলের পার্শ্ববর্তী জমির মালিকদের সঙ্গে নিয়ে কাজ করছি। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পেলে এটা আরও সহজে করা সম্ভব হতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪