• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:৪৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:৪৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

১৩ জুন ২০২৪ দুপুর ১২:৩৪:০৭

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাত প্রতিনিধি: ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনের তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলাসহ নানারকম বিনোদন থেকে। তাই কিছুটা হলেও প্রবাসীদের এবং তাদের ছেলেমেয়েদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে আগামী ১৭ জুন (ঈদুল আজহার পরদিন) আমিরাত, কাতার ও ওমান ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।

এ উপলক্ষে ১১ জুন মঙ্গলবার সারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ওসমান গনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শারজার বিশিষ্ট ব্যবসায়ী  মুহাম্মদ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসের উদ্দিন বাবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ।

উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মুহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মো. মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মো. ইকবাল, মো. সেলিমসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০