• ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩১ ভোর ০৫:৩২:০৯ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩১ ভোর ০৫:৩২:০৯ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

চিত্রনায়ক আরিফিন শুভ হাসপাতালে

১৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৫৭:২৯

চিত্রনায়ক আরিফিন শুভ হাসপাতালে

বিনোদন ডেস্ক: একটি মাইনর অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে একথা জানান তিনি।

১৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

এসময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে তিনি অভিনয় করেছেন। এছাড়াও শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাধিক অভিনেতা।

সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রৌমারীতে ট্রাক চালককে ৬ মাসের জেল
৪ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৭:০৭




মেহেরপুরে ভৈরব নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২১