• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৫৮:১০ (07-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৫৮:১০ (07-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অটোরিকশা চালক নারীর পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

৬ মার্চ ২০২৫ দুপুর ০২:৩১:২৭

অটোরিকশা চালক নারীর পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে সংগ্রাম করে চলেছেন নাছিমা। জীবনযুদ্ধে হার না মানা সাহসী নারী নাছিমার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

৫ মার্চ বুধবার দুপুরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে নাসিমাসহ তিনজন অসহায় ও দুস্থ নারীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মিজমিজি আটি আব্দুর করিমের বাড়ির বাসিন্দা নাছিমা স্বামীহারা এই সাহসী নারী দুই সন্তানের জননী। যিনি জীবিকার তাগিদে অটো চালিয়ে সংগ্রাম করে চলেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া ফতুল্লার কুতুবপুরে মোসা. নাজমা বেগম বাসিন্দা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বন্দর থানার চরঘারমোরা এলাকার বাসিন্দা স্বামী পরিত্যাক্তা সানজিদা ইসলাম এক সন্তানের জননী। স্বামী পরিত্যাক্তা সানজিদার জীবন সংগ্রাম আরও কঠিন। সন্তানকে নিয়ে একা লড়াই করা এই মায়ের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসন তাকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ