• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

১৭ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৫৪:০২

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

রংপুর ব্যুরো: আলুর বাজার নিয়ন্ত্রণে রংপুর সিটি বাজার ও ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড নামের একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে রংপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক বিক্রির অভিযোগে ময়নাকুটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতর।

১৭ সেপ্টেম্বর রোববার দুপুরের রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম সিটি বাজারের আলুর আরদে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের কাছে নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রির অভিযোগে কোল্ড স্টোরেজে অভিযান চালায় ভোক্তা অধিকার টিম। সেখানে ফরহাদ ও চান নামে ২ আলু ব্যবসায়ীর বিক্রয় রশিদ যাচাই করে সরকারের বেঁধে দেয়া মূল্যের অধিক দরে বিক্রির সত্যতা মেলে। পরে তাদেরকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা বলছেন, বাজার ঊর্ধ্বগতির কারণে বিক্রেতাদের থেকেই আমরা প্রতি কেজি ৩৬ টাকার চেয়ে বেশি দামে আলু ক্রয় করি। কোল্ড স্টোরেজ, গাড়ি ভাড়াসহ ৪০ টাকার উপরে খরচ পড়ে যায়, এখন আমরা কি করবো। আলুর কেজি যখন ৮ টাকা ছিলো তখন তো কোন ভোক্তা অধিকার এসে সহযোগিতা করে নি। ব্যবসায় অনেক লস খেয়েছি, এখন আলুর দাম বাড়ছে আর আমাদের উপরে বিভিন্ন নির্যাতন চালানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপতরের সহকারী পরিচালক আজারুল ইসলাম বলেন, সরকারি বেঁধে দেয়া দামের অতিরিক্ত বিক্রির প্রমান পেলে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩