• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৭:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৭:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়ি আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নযাত্রা স্কুলের উদ্বোধন

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৯:২৬

ফটিকছড়ি আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নযাত্রা স্কুলের উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ ডলু সরকারি আশ্রয়ণ প্রকল্পে ফিতা কেটে এই বিদ্যালয়ের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এসময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এ বিদ্যালয়ের মাধ্যমে আশ্রয়ণের শিশুরা নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। বিদ্যালয়টি সরকারিকরণের জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। সুন্দর একটি আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন পাইন্দং ইউপি চেয়ারম্যান মো. ছরোয়ার হোসেন স্বপন ও শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী মামুদুর রহমান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে, দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শহিদমিনার উদ্বোধন শেষে চা শ্রমিকদের মাঝে ঘর হস্তান্তর ও ব্ন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ফরিদা খানম। শেষে শহিদ শফিকুন নুর মওলা (বীর প্রতীক) মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩