নিউজ ডেস্ক: এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা। ২৭ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় সমাবেশ করে যেন জনদুর্ভোগ সৃষ্টি করা না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান। রাজধানীতে এই শর্তেই আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করবো তারা যেন রাজপথে সমাবেশ না করে। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতার ঘটনা ঘটলে সে দায়ও নিতে হবে তাদের।
তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আইনত কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কাজে জড়িয়ে না পড়ে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available