রাজবাড়ী প্রতিনিধি: পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩০ জুন রবিবার দুপুরে এক প্রেস নোটে ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো ছুরি, ১টি লোহা ও কাঠের তৈরি হাতুড়ি, ১টি লোহার পাইপ ও ১টি লোহা ও কাঠের তৈরি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা হলো- বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মো. অনাত আলি সেখের ছেলে মো. সজল শেখ (২৬), খামার ডাঙ্গি গ্রামের মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে নাজমুল (২৫), বাঘারচর গ্রামের মো. ইবাদত আলির ছেলে হাফিজুর রহমান (২১), বহলাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (২৩) ও বাঘারচর গ্রামের মো. জাহাঙ্গীর মন্ডলের ছেলে মো. মারুফ হোসেন (২১)। তাদের সকলের থানা পাংশা এবং জেলা রাজবাড়ী।
তাদের মধ্যে ১নং আসামি সজল শেখের বিরুদ্ধে পূর্বের ৪টি মামলা, ২নং আসামি নাজমুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি মামলা, ৩নং আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা, ৪নং আসামি আরিফ মিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলা ও ৫নং আসামি মারুফ হোসেনের বিরুদ্ধ অন্যান্য ধারায় ১টি মামলা রয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান, এই ডাকাত চক্রটি দীর্ঘদিন যাবৎ রাতের অন্ধকারে জনগণের জান ও মালের ক্ষতি সাধনসহ মানুষকে সর্বস্বান্ত করার কাজে লিপ্ত ছিলো। কিন্তু চক্রটি অত্যন্ত চালাক হওয়ার কারণে পুলিশকে তাদের লোকেশন শনাক্ত করতে দেরি হচ্ছিল।
অবশেষ শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহলাডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুল হকের বাড়ির পাশের আম ও মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেহাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এই চক্রটি আটক হওয়ার কারণে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available