• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০১:১৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০১:১৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে টিকটকার হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

২১ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৮:১৩

টাঙ্গাইলে টিকটকার হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা।

১৯ আগস্ট সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলির ছেলে আনিছ আলী (৫০)।

২১ আগস্ট মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল বাছেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছ আলিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিছ আলী হত্যা মামলার দুই নাম্বার আসামি। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেন। ১৪ আগস্ট সকালে মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে আনিছের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫