• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আইন-আদালত

বরগুনা প্রেস ক্লাবে হামলা-দখলের অপচেষ্টা মামলায় ৭ জন কারাগারে

২৯ মার্চ ২০২৪ সকাল ১১:০৮:৫২

বরগুনা প্রেস ক্লাবে হামলা-দখলের অপচেষ্টা মামলায় ৭ জন কারাগারে

বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রেস ক্লাবে হামলা ও দখলের অপচেষ্টায় বরগুনা দ্রুত বিচার আদালতে দায়েরকৃত মামলায় ৭ আসামির জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদের আদালতে এ আদেশ দেন।

আসামিরা হলেন ১. মুশফিকুল ইসলাম (মুশফিক আরিফ), ২. এম হারুন অর রশিদ রিংকু, ৩. সগীর হোসেন, ৪. শাজনুস শরীফ, ৫. আল-আমিন, ৬. জাফরুল হাসান রুহান (রুদ্র রুহান) ও ৭. রাকিবুল হাসান রাজন খান।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা প্রেস ক্লাবের অধিকাংশ সদস্য বার্ষিক শিক্ষা সফরে ভারতে অবস্থান করা অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি স্থানীয় এক ইউপি সদস্য মাসুদ তালুকদার ও কথিত সাংবাদিক মুশফিক আরিফের নেতৃত্বে বরগুনা প্রেস ক্লাবে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায় একটি স্বার্থান্বেষী মহল। এ ঘটনায় আহত হন বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার সোহেল হাফিজ, যমুনা টেলিভিশনের রিপোর্টার ফেরদৌস খান ইমন এবং সময় টেলিভিশনের রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজসহ ৭ জন সংবাদকর্মী।

এ ঘটনায় পরে ২১ মার্চ বৃহস্পতিবার ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে অভিযুক্ত করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে বরগুনা প্রেস ক্লাব।

এ বিষয় বরগুনা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মোস্তফা কাদের বলেন, বরগুনা প্রেসক্লাবে হামলার ঘটনার ১৩ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রেসক্লাব কর্তৃক দায়েরকৃত মামলার ১ নম্বর আসামি কথিত সাংবাদিক মাসুদ তালুকদার। এই স্বাভাবিক মৃত্যুকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলা দায়ের করে স্বার্থন্বেষী মহল। এ ছাড়াও বরগুনা প্রেস ক্লাবের প্যাড ও লোগো ব্যবহার করে আসামিরাসহ বাইরের কিছু তথাকথিত সাংবাদিকদের নিয়ে বরগুনা প্রেসক্লাবের নামে একটি ভুয়া কমিটির ঘোষণা করে। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে আদালতে আসামিরা হাজির হলে আসামিদের জামিন না-মঞ্জুর করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩