• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২১:৩৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২১:৩৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ অক্টোবর ২০২৩ সকাল ১১:০৮:৫৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ধর্মশালায় টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। আফাগানদের বিপক্ষে দাপুটে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার।

ধর্মশালা টসে জিতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দুই দলের বিশ্বকাপ পরিসংখ্যানে সমান ২ ম্যাচ করে জয় পেয়েছে উভয়ে। বাংলাদেশের বিশ্বকাপ মিশনের শুরুটা দুর্দান্ত হলেও ইংল্যান্ডের হয়েছে ঠিক তার উল্টোটা। প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে।

এদিকে দ্বিতীয় ম্যাচেই একাদশ থেকে বাদ পড়ছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নামায় সমালোচনা হয়েছে অনেক। আজকের ম্যাচে বাড়তি বোলার হিসেবে যুক্ত হয়েছেন মেহেদী। ইংল্যান্ড দলেও এসেছে এক পরিবর্তন। মঈন আলীর জায়গায় একাদশে এসেছেন রিস টপলি।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : দাভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮