নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’র আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগাদান করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলাম। তিনি গত ১ জুলাই ঢাকায় বারিধারায় অবস্থিত
ইউআইটিএস’র আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ৭ জুলাই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন ইউআইটিএস’র আইন উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া, ইউএলএলএ’র সভাপতি এবং আইন বিভাগের সাবেক ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অ্যাডভোকেট রেহনুমা চৌধুরীসহ অত্র বিভাগের শিক্ষকবৃন্দ।
এ সময় ড. মো. নাহিদুল বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ড. নাহিদ তার দীর্ঘ কর্মজীবনে প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র প্রভাষক ও চেয়ারম্যান, গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগে সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে ডক্টর নাহিদ রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, বিজ্ঞান শাখা থেকে ১৯৯৯ সালে মাধ্যমিক এবং নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী, বিজ্ঞান শাখা থেকে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে স্নাতক এবং ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ২০১৯ সালে সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় বিশেষ অবদানের জন্য ড. মো. নাহিদুল ইসলামকে বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২২’ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available