• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৩:৫৫:৫২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৩:৫৫:৫২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

রাশিয়ায় ঢুকে ‍নিজেদের কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন সেনারা

১৬ আগস্ট ২০২৪ সকাল ০৮:১৮:২৯

রাশিয়ায় ঢুকে ‍নিজেদের কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশটির পশ্চিম কুরস্ক অঞ্চলে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশাসনিক কার্যালয়। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডারের দেওয়া তথ্যের বরাতে বিবিসি ১৫ আগস্ট বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, সেনা কার্যালয়টি ‘আইন-শৃঙ্খলা বজায় রাখবে’ এবং এলাকার মানুষের ‘তাৎক্ষণিক চাহিদা মেটাবে’। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জেনারেল সিরস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সভাপতিত্বে একটি সভায় বলতে দেখা যায়, কার্যালয়টি ‘ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে’ তৈরি করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন, মস্কো এই অঞ্চলের মানুষের ‘সুরক্ষার’ জন্য আরও সেনা পাঠাবে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেন রাশিয়ার আরও এলাকা দখলের দাবি করেছে।

জেনারেল সিরস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা করুস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার অভ্যন্তরে ৮২টি বসতিসহ ১১৫০ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। অবশ্য কিয়েভের দাবি, তারা রাশিয়ার ভূখণ্ড দখল করতে আগ্রহী নয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি টাইখি সাংবাদিকদের বলেছেন, এই অনুপ্রবেশ মস্কোকে ন্যায়সঙ্গত শান্তি পুনরুদ্ধার করতে সম্মত হওয়ার জন্য চাপ দেওয়ার একটি প্রচেষ্টা।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে আরও অগ্রসর হয়েছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হাজার হাজার সেনা এই অভিযানে নিয়োজিত রয়েছে।  

গত সপ্তাহে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। এরই মধ্যে কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫