• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৩:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৩:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

ইয়াবের আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী

৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩১:৩৫

ইয়াবের আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী। ৭ অক্টোবর শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে ২০ জনের ২০টি ভিডিও প্রদর্শন এবং ‘সামাজিক ভিডিও নির্মাণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রী এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সংগীতজ্ঞ প্রাকৃতজ শামিম রুমি টিটন।  অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক,  রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম নজিবুল আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও স্বাস্থ্যবন্ধু ডা : আনোয়ার ফরাজী ইমন।

সভাপতির বক্তব্যে ইয়াবের সভাপতি শাহিন আহমেদ বলেন, লক্ষ্য করলে দেখা যাবে ইউটিউবাররা মাঝে মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও প্রচার হয়ে থাকে। এই বিষয়ে আমাদের কোনো নীতিমালা নেই। আমরা চেষ্টা করছি আজকের আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণে উৎসাহিত ও অনুপ্রাণিত করা।

তিনি আরও বলেন, আজকের আমাদের এই আয়োজনে দর্শকরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে বার্তা পেলেন। আশা রাখি, তরুণ প্রজন্মেএতে উৎসাহিত হবে। সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী ভিডিও বাতিল বলে গণ্য হবে।

আয়োজনে মুক্তিযুদ্ধ, দেশীয় সংস্কৃতি, তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিওগুলো বড় পর্দায় উপস্থিত দর্শকরা উপভোগ করেন। সুন্দর এই আয়োজেনর জন্য ইয়াবকে অভিনন্দন জানান তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩