• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪১:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪১:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গুড়ার প্রথম ইউপি চেয়ারম্যানকে অপসারণ

২৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০১:৫৬

ভাঙ্গুড়ার প্রথম ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার প্রথম দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল হান্নানকে অপসারণ করা হয়েছে। দীর্ঘ দিন পরিষদে অনুপস্থিত থাকায় অপসারণের আদেশ দেওয়া হয়।

২৩ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত ১নং স্মারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের নিমিত্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায় বাংলা উপজেলাধীন বিলপাশার ইউনিয়নের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে । জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমতাবস্থায় ভাঙ্গুড়া উপজেলার ইউনিয়নের চলমান কাজ এবং জনসভা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ১০১ এবং ১০২ অনুযায়ী ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গুরা পাবনা তার  উপজেলাধীন দিলপাশার ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছেন।

উল্লেখ্য, ভাঙ্গুরা উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের ৯ সদস্য দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেয়। এর পরও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন মেম্বাররা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩