রাঙামাটি প্রতিনিধি: ১৪ জানুয়ারি রোববার সকালে রাঙামাটি শহরের অদূরে বহুল পরিচিত ফুরামুন পাহাড় দর্শনে গেলে ১৬ জন পর্যটকের কাছ থেকে তাদের মোবাইল ফোন ও সাথে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয় একদল উপজাতীয় সন্ত্রাসী।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে ১৬ জন পর্যটক। পরবর্তীতে রাঙামাটি সদর সেনাজোনে বিয়ষটি জানান ভুক্তভোগীরা। ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন রাঙামাটি সদর সেনাজোন সদস্যরা।
এ সময় অভিযান পরিচালনাকারী সেনাদল স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে নিশ্চিত হয়, ছিনতাইয়ের ঘটনাটি ইউপিডিএফ’র সন্ত্রাসীরা ঘটিয়েছে।
এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে ভুক্তভোগী পর্যটকগণ মন্টু চাকমা নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়।
জানা যায়, মন্টু চাকমা পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সক্রিয় সন্ত্রাসী। এই ঘটনায় আটক মন্টু চাকমাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কাউখালী থানা কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available