• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:৪৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:৪৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

নবাবগঞ্জের নারী ইউপি চেয়ারম্যান বিমানবন্দর থেকে আটক

২৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৯:২১

নবাবগঞ্জের নারী ইউপি চেয়ারম্যান বিমানবন্দর থেকে আটক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম।

গণমাধ্যমকে ওসি জানান, বেলা ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরি ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন শিরিন চৌধুরি। ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাঁদের আটক করা হয়।

ওসি মমিনুল ইসলাম আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। রাতেই তাঁদের নবাবগঞ্জ থানায় আনা হচ্ছে।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলা দুটির প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০