• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

২৩ মে ২০২৪ সকাল ০৯:৫৭:৩৭

বদলগাছীতে বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বোনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি এক সদস্যের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা তাদের বাড়ি থেকে উচ্ছেদ করারও হুমকি দেয়।

২০ মে সোমবার দুপুর ২টায় মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরাইয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা সুরাইয়ার স্বামী আরেফিনসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার কোলা ইউপির কয়াভবানীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন সোনারের মেয়ে সুরাইয়া বেগম (৪২) দীর্ঘ দিন ধরে তার বাবার বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। সুরাইয়ার ভাই সাবেক মেম্বার সাইফুল ইসলাম তার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সুরাইয়া বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল।

কয়েক মাস পূর্বে সুরাইয়া তার বাবার সম্পত্তির অংশ দাবি করে। সুরাইয়ার ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়রা উভয়পক্ষকে নিয়ে গ্রাম সালিশের মাধ্যমে দুই শতক জমি সুরাইয়াকে বের করে দেয়। তিনি সেই জমিতে মাথাগোঁজার ঠাঁই হিসেবে বসতবাড়ি তৈরি করেন।

স্থানীয় ভুট্টু, দুলাল, হাসান, শরিফুলসহ অনেকে জানান, সুরাইয়া মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে। তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারণেই দুই-ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে।

এ বিষয়ে বাদী সুরাইয়া বলেন, আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসতবাড়িতে হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। তারা বসতবাড়ি উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবাদি সাইফুল ইসলাম বলেন, আমার বোনের বাড়িতে হামলা এবং ভাঙচুর কোনোটাই আমি করিনি। তারা আমার বিরুদ্ধে থানায় মনগড়া অভিযোগ দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩