কক্সবাজার প্রতিনিধি: তাবলীগ জামাতের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হওয়া ইজতেমায় ২২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজে হাজার হাজার মুসল্লিদের ঢল নেমেছে।
আল্লাহর সন্তুষ্টির আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকে জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ময়দানে সমবেত হয় এবং একসাথে জুমার নামাজ আদায় করেন।
নামাজের ইমামতি করেন ঢাকা কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আনাস। এ সময় জুময়ার নামাজে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত ও বয়ান করেন প্রফেসর আব্দুল হালি। জুমার আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বয়ান করেন কক্সবাজার জেলা তাবলিগ জামাতের শুরা জিম্মাদার সাদ।
এর আগে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার রাবাব ড্যাম সংলগ্ন বাঁকখালী নদীর মাঠে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতিমা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available