ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ৪ কালিগঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির অন্যতম নেতা শহীদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৮ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা সময় হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুকালে বয়স ছিল ৭৮ বছর। শহিদুজ্জামান বেল্টু কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসুনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
উল্লেখ্য, শহীদুজ্জামান বেল্টু ২০৯১, ২০৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ ৪ কালিগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার এই মৃত্যুতে ঝিনাইদহ ও কালিগঞ্জের রাজনীতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শহিদুজ্জামান বেলটুর মৃত্যুতে বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল জানান স্থানীয় বিএনপির ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available