• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪০:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫৬:২২

রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মুকিতুর রহমান রাফি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে অনুষ্টানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সরকার। 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ননী গোপাল রায়, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বিপিএ) গোবিন্দগঞ্জ শাখার সভাপতি দীপক চন্দ্র দেবনাথ, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি গোলাম কিবরিয়া রিপন, সাধারণ সম্পাদক আকমল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তাহের, সহকারী অধ্যাপক তাওয়াব হোসেন, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খানসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর পরে একই স্থানে’ আমরা স্থানীয় আদিবাসী, আমরা বহিরাগত নই, আমরা রংপুর ইপিজেড চাই। এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি শ্রী চরন মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, ওয়ার্কাস পার্টির সভাপতি এমএ মোতিন মোল্লা, উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা, বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক মাইকেল বেসরা, সলেমান হাসদা, বিশ্বনাথ শরেন, আলফেড মুরমু, মঙ্গল মার্ডি, আরতী কিছকুসহ বিভিন্ন আদিবাসী নেতাকর্মী বৃন্দ। 

মানববন্ধনে বক্তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের জোর দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩