• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৪:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৪:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবির ভিসি, প্রো-ভিসির পদত্যাগ

৯ আগস্ট ২০২৪ সকাল ০৮:০৪:২৬

ইবির ভিসি, প্রো-ভিসির পদত্যাগ

কুষ্টিয়া প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। ৮ আগস্ট বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর তারা পদত্যাগ পত্র প্রেরণ করেন। এছাড়া পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসির (উপ-উপাচার্য) অধ্যাপক ড. মাহবুবুর রহমানের হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। এ বছরের ১০ মার্চ রোববার রাতে ‘ইবির ভাইরাল নিউজ’ নামক একটি ফেসবুক আইডি থেকে এ স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

তবে ষড়যন্ত্রমূলকভাবে এটি করা হয়েছে জানিয়ে ১১ মার্চ সোমবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রো-ভিসির ব্যক্তিগত সচিব সোহেল রানা।

এর আগে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপাচার্যের ‘কণ্ঠের মতো’ একাধিক অডিও প্রকাশ হয়। অডিওগুলোতে নিয়োগসংক্রান্ত বিভিন্ন কথা বলতে শোনা যায়। ওই অডিওকাণ্ডে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে। অডিও ফাঁসের পর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম প্রধানমন্ত্রীসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি পাঠান। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত পহেলা নভেম্বর উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে ইউজিসি।।

পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ তদন্তে এ বছরের ২২ জুন ক্যাম্পাসে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহের।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান প্রফেসর ড. সালাম।

এছাড়া ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ৫ মে ট্রেজারার হিসেবে প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া নিয়োগ পান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫