• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৯:২৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৯:২৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালী লকডাউন পয়েন্ট এখন মাদকের অভয়ারণ্য

৫ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫০:৫১

পটুয়াখালী লকডাউন পয়েন্ট এখন মাদকের অভয়ারণ্য

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলা সংলগ্ন ফরেস্ট হাউজিংয়ের সামনে লকডাউন পয়েন্ট এখন মাদক ও বিভিন্ন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদকসেবী ও বখাটেদের উৎপাতে ফরেস্ট হাউজিং কলোনিতে বসবাসরত প্রায় ৩৩ টি পরিবার এখন বিব্রতকর পরিস্থিতিতে বসবাস করছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল ১০ টা থেকে এখানে শুরু হয় স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরীদের আনাগোনা। পুরো এলাকা ঘুড়ে দেখা গেছে ছড়িয়ে-ছিটিয়ে জুটিবেধে বসে আছে ইউনিফর্ম পরিহিত কিশোর-কিশোরীরা। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এসেছে, সেটা স্পষ্টতই বোঝা যায়। এদিকে তাদের বেলাল্লাপনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন চলাচলকারী স্থানীয়রা।

সন্ধ্যার পর দৃশ্যপটে হাজির হয় ভ্রাম্যমান মাদকসেবী ও মাদব বিক্রেতাদের পৃথক কয়েকটি দল। এরা প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা করে। ফরেস্ট হাউজিং কলোনীতে চলাচলকারী মেয়েদেরকে ইভটিজিং, অশ্লীল অঙ্গভঙ্গি এবং হয়রানির অভিযোগ পাওয়া গেছে এদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট হাউজিং কলোনির একাধিক পরিবার অভিযোগ করে বলেন- তারা এখানে আতঙ্কের মধ্যে দিন পার করছেন। পরিবারের মেয়েদের নিয়ে তাদের দুঃশ্চিন্তা হচ্ছে। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বেরুতে সাহস করছেন না তারা। কিন্তু  হামলা-আক্রমন ও লোকলজ্জার ভয়ে তারা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে কথা হয় স্থানীয় শহিদ হাওলাদার ও হাবিব চৌকিদারের সাথে। তারা বলেন,  একদল অবৈধ দখলকারী পটুয়াখালী গণপূর্ত বিভাগের পুকুর নিয়মবহির্ভুতভাবে দখল করে নাম দিয়েছে লকডাউন পয়েন্ট। এরা আইনকানুনের তোয়াক্কা না করে গণ-উপদ্রপ সৃষ্টি করছে। পটুয়াখালী সদর থানার নাকের ডগায় বসে কিভাবে এসব অপকর্ম করে আমাদের মাথায় ঢোকে না। আমরা চাই এসব বন্ধ হোক।

অবৈধ দখলের বিষয় পটুয়াখালী গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, আমি এ বিষয়ে অবগত আছি। অবৈধ দখল উচ্ছেদে ইতোমধ্যে দখলদারদেরকে নোটিশ দেয়া হয়েছে। খুব শীঘ্রই আমরা একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। 

এ দিকে লকডাউন পয়েন্ট ঘিরে ভাসমান মাদক ব্যবসায়ীদের বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, আমরা ইতোমধ্যে পটুয়াখালীজুড়ে মাদকের বিরুদ্ধে তৎপরতা দেখাচ্ছি। বেশ কয়েকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লকডাউন প্রয়েন্টে মাদকের তৎপরতার কথা আমি শুনেছি। আমরা খুব শীঘ্রই সেখানে মাদক বিরোধী অভিযান পরিচলনা করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ