• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ দুপুর ০২:৪৫:০৯ (28-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ দুপুর ০২:৪৫:০৯ (28-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আজ বাগদাদে বৈঠকে বসছে সিরিয়া, ইরাক ও ইরান

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৪০:২০

আজ বাগদাদে বৈঠকে বসছে সিরিয়া, ইরাক ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ ৬ ডিসেম্বর শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া, ইরাক ও ইরান। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার হামা শহরও দখলে নিয়েছে এই গোষ্ঠীটি। গত সপ্তাহ থেকে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকার বাহিনী দুই শহরে থেকে চলে গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের (আইএনএ) খবরে বলা হয়েছে, আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরাকে যাবেন।

ইরাকি এবং সিরিয়া সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়াতে ঢুকে পড়েছে। এছাড়া ইরাক-ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ
২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৪:১৭







শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: ইকোনমিক টাইমস
২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৫:৩৮