• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৯:২৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৯:২৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ চালানে ভারতে গেল ২৭৬ টন ইলিশ

৩ অক্টোবর ২০২৪ সকাল ১০:৫৮:০২

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ চালানে ভারতে গেল ২৭৬ টন ইলিশ

শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ চালানে ভারতে গেল ২৭৬ মেট্রিক টন ইলিশ।

এর মধ্যে বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন, শনিবার ৪৫ মেট্রিক টন, রোববার ১৯ মেট্রিক টন, সোমবার ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার ১ অক্টোবর ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।

দেশীয় বাজারের তুলনায় ভারতে কমে ইলিশ রপ্তানি হচ্ছে এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের।

তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ চালানে ৯১ টি ট্রাকে ২৭৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ