• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫১:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫১:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪৮ জেলের কারাদণ্ড

২৭ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৪:১৫

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪৮ জেলের কারাদণ্ড

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা মালামাল নিলামে বিক্রি করে ১ লাখ ১১ হাজার ১০০ টাকা আয় দেখানো হয়েছে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্যমতে, বুধবার বরিশাল বিভাগে ১২৫টি অভিযানে ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে তিন লাখ ৫২ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৬৪ লাখ ২ হাজার ৫০০ টাকা। অবৈধ জালের পাশাপাশি ১ দশমিক ১৪৭ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

এছাড়া বরিশালে ১৯ জন, ভোলায় ২৮ জন ও পটুয়াখালীতে ১ জনসহ ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরিশালে ১৪ জন, ভোলায় ১৪ জন ও পটুয়াখালীতে ৪ জনসহ মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১২টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৮৯টি মাছঘাট, ৩৩৪টি আড়ত ও দুই হাজার ১২০টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩