• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ইসকনের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

৮ জুলাই ২০২৪ সকাল ০৮:৪৫:১০

ঠাকুরগাঁওয়ে ইসকনের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রবিবার বিকালে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ইসকন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়।

মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সহ সভাপতি ইসকন বাংলাদেশ, সম্পাদক রংপুর, রাজশাহী বিভাগ ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দেসহ অন্যান্যরা।

এ ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহন্ত দাস জানান, প্রতিবছরের ন্যায় এবারো আমরা আয়োজন করেছি রথযাত্রা উৎসব। অনুষ্ঠানটি পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে শহরের বিভিন্ন এলাকায় হাজারো মানুষের ঢল নেমে আসে।

উৎসবে আরও রয়েছে সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলি কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। এদিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রথযাত্রা উৎসবের নিরাপত্তার ব্যাপারে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা পুরো এলাকায় নজরদারি রেখেছি।

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আসছে ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩