• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৫৬:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

২৪ ঘণ্টার মধ্যে ইসকন আস্তানা গুটিয়ে নেওয়ার আল্টিমেটাম

৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৩:২৬

২৪ ঘণ্টার মধ্যে ইসকন আস্তানা গুটিয়ে নেওয়ার আল্টিমেটাম

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর উপর গড়ে তোলা ইসকনের আস্তানা ২৪ ঘণ্টার মধ্য গুটিয়ে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন মুসল্লিরা। সংগঠনটি নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের মুসল্লিরা এ আল্টিমেটাম দেন।

২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ,  মাদ্রাসা থেকে মুসুল্লি ও ছাত্র-জনতারা পৌরসভা মোড়ে এসে সমবেত হয়। সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মসজিদের সামনে এসে জড়ো হয়। সেখানে এক সভায় বক্তারা চট্রগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন।

বিক্ষোভ মিছিলে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে  তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা দেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে।

বক্তারা আরও বলেন, ইসকন সন্ত্রাসী, এদের অন্য কোনো পরিচয় নয়। এরা দেশে ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা টাঙিয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান এদের বিচার করতে হবে ও দেশ থেকে বিতাড়িত করতে হবে। পাশাপাশি নরসিংদী শহরের হাড়ি ধোয়া নদীর উপর গড়ে তোলা ইসকনের আস্তানা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন মুসল্লিরা। তাদের এই দাবি বাস্তবায়ন না হলে জেলার তৌহিদি জনতা এর কঠোর জবাব দিবে।

এসময় জেলা কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি হজরত মাওলানা হাফেজ শওকত হোসেন সরকার, নরসিংদী জেলা ইমাম পরিষদের সভাপতি হজরত মাওলানা মুফতি আলী আহমেদ হোসেনসহ জেলার ইমাম, ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪১:৫৭


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬




ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮