• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৮:১৯ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৮:১৯ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

এবার লাউড স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করল ইসরায়েল

২ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১৫:৩৭

এবার লাউড স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এমনকি স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

কট্টর ডানপন্থী নেতা বেন গিভির জানান, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী জানান, তিনি নীতিটি চালু করতে পেরে ‌গর্বিত। এর ফলে ‌মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলকে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।

এছাড়া হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন।

তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ এই মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০