নীলফামারী প্রতিনিধি: ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহবান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন উৎসব মুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে বদ্ধ পরিকর। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের একার পক্ষে সামলানো সম্ভব না। গণমাধ্যম আয়নার মত। সেই আয়নায় আমরা সব কিছু দেখি। সাংবাদিকরা সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে এই নির্বাচনে কাজ করা কঠিন হয়ে যাবে।
জেলা প্রশাসক ও জেলা রিটাইর্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হক, সহকারী রিটানিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে সভা করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available