• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪২:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪২:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

১৭ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:২৭:২১

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

গাজায় ইসরাইলের নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদে ১৬ ডিসেম্বর শনিবার ইয়েমেন এসব ড্রোন হামলা চালায়।

এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।

তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।

ইয়েমেনি বাহিনী শনিবার ইসরাইলে ড্রোন হামলা চালানোর আগের দিন শুক্রবার সাগরে ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজেও হামলা করেছে।

এর আগে ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সূত্র: পার্সটুডে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ