• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:২০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:২০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইয়েমেনে তৃতীয়বারের মতো হামলা চালালো মার্কিন সেনারা

১৪ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪৩:৩৯

ইয়েমেনে তৃতীয়বারের মতো হামলা চালালো মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে লোহিত সাগরে মোতায়েন মার্কিন সেনারা। ১৩ জানুয়ারি শনিবার আরব এই দেশটির পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদায়দা বন্দরে হামলা চালানো হয়। এ নিয়ে দু’দিনে ইয়েমেনে তৃতীয়বার হামলা চালাল মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলায় ব্রিটিশ সেনারা অংশ নিলেও পরের দু’বারের হামলা থেকে তারা সরে দাঁড়িয়েছে।

সানা-ভিত্তিক হুথি সমর্থিত জাতীয় ঐক্যমত্য সরকারের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, হুদায়দা বন্দরের বাইরে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের একটি রকেট লঞ্চার সাইটে শনিবার হামলা চালায় মার্কিন সেনারা। তবে হামলাটি জাহাজ থেকে নাকি বিমান থেকে চালানো হয়েছে তা স্পষ্ট নয়। হুদায়দা বন্দরের হামলায় কেউ হতাহত হয়নি বলে হুথি কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে শনিবার ভোররাতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কারনি থেকে ইয়েমেনের রাজধানী সানার একটি রাডার স্থাপনা লক্ষ্য করে একাধিক টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই হামলার আগে শুক্রবার ভোররাতে ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছিল ইঙ্গো-মার্কিন বাহিনী।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানায়, শনিবার ভোররাতে সানার আদ-দাইলামি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সানা-ভিত্তিক প্রশাসনের তথ্য উপমন্ত্রী নাসরেদ্দিন আমের জানিয়েছেন, হামলায় বিমান ঘাঁটিটির কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হয়নি।

এদিকে আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন হামলা তাদেরকে ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলগামী জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখতে পারবে না।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী গত ১০০ দিন ধরে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানাকে এ কাজে বিরত রাখতেই মূলত গত দু’দিনে দেশটিতে তিনবার আগ্রাসন চালালো গাজায় ইসরাইলি গণহত্যার প্রধান সহযোগী আমেরিকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ