নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল সহ পুনঃসংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজে জেলা প্রশাসনকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।
২০ এপ্রিল রোববার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন এর কাছে এ চেক হস্তান্তর করা হয়।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি জনাব অবু জাফর এর নেতৃত্বে পরিচালক সোহেল আক্তার, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পরিচালক আব্দুল্লা আল-মামুন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সর্বদা নগরবাসীর কল্যাণে পাশে থেকেছে। সেই ধারাবাহিকতায় এবারও কর্পোরেট সোসিয়াল রেসপন্সিবিলিটি হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল মেরামতসহ বিভিন্ন সংস্কার ও ঈদগাহের সৌন্দর্য বর্ধন কাজের জন্য অনুদান করা হয়েছে। যাতে আসন্ন ঈদের জামাতে মুসল্লিরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।
নারায়ণগঞ্জ চেম্বার ভবিষ্যতেও ব্যাবসা বাণিজ্য, শিল্প সম্প্রসারণ ও ব্যবসায়ীদের জন্য সেবা কার্যক্রমসহ এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অব্যাহত ভূমিকা রাখবে বলে জানান চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available