• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:১৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১০:১৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

২৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৮:১৫

ঢাকা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ঢাকা কলেজ প্রতিনিধি: পৃথিবীর সকল মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তায়ালার প্রেরিত রাসুল হজরত মুহাম্মদ (স.) এর জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে পবিত্র ইদ-মিলাদুন্নবী (স.) অনুষ্ঠান পালন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ঢাকা কলেজ শহিদ আ.ন.ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাবগাম্ভীর্য ও মর্যাদা সহকারে এ অনুষ্ঠান পালিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করেন সওগাত সাহিত্য শিল্পী-গোষ্ঠী। এরপর রাসূল (স.) জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া মাহফিল ও রাসূল (স.) এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ আব্দুল মান্নান।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি তিনি যেন আমাদের সহায় হন। আমাদের প্রতিষ্ঠানের যে সুনাম আছে সে সুনামকে যেন আমরা অক্ষুণ্ন রাখতে পারি তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন। আর আমাদের ছাত্রদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মহানবী (স.) এর মতো মহামানব পৃথিবীতে আর আসবে না। আমরা যদি মহানবী (স.) এর কিছু কিছু গুণও অর্জন করতে পারি তাহলে আমরা একটি সুষ্ঠু সুন্দর জীবন পাবো।

সভাপতির বক্তব্যে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ আব্দুল মান্নান বলেন, আইয়্যামে জাহিলিয়াতের মধ্যে আল্লাহ তায়ালা রহমত হিসেবে রাসূল (স.) কে পাঠিয়েছিলেন। রাসূল (স.) পৃথিবীবাসীর জন্য একটি সুন্দর সমাজব্যবস্থা উপহার দিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। রাসূল (স.) আমাদের সকলের জন্য রহমত। যখন ছিল জীবন্ত মানুষকে কবর দেওয়ার রীতি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মারামারি সেই অবস্থায় রাসূল (স.) পৃথিবীতে এসেছিলেন । একটি সুন্দর সমাজব্যবস্থা নিয়ে আসলেন। আন্দোলনের ফলে আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে রাসূল (স.) এর জীবনী নিয়ে আলোচনা করতে পারছি এটা অনেক বড় পাওয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮