• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৪৯:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৪৯:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অষ্টগ্রামে ৭ শিক্ষককে উকিল নোটিশ

১১ আগস্ট ২০২৩ সকাল ০৭:৫৭:৩৯

অষ্টগ্রামে ৭ শিক্ষককে উকিল নোটিশ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের সাংগঠনিক দ্বন্দ্বে ৭ শিক্ষক নেতাকে উকিল নোটিশ পাঠিয়েছে (বাসপ্রাবিশিস) অষ্টগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।

সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (বাপ্রাবিশিস) ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (বাসপ্রাবিশিস) অষ্টগ্রামে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব বাঁধে।

উকিল নোটিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে আদালতের এক রায়ে বাপ্রাবিশিস কেন্দ্রীয়ভাবে বিলুপ্ত করে বাসপ্রাবিশিসর অধীনে নোটারী পাবলিকের মাধ্যমে দুই সমিতি একিভূত হয়। কিন্তু সম্প্রতি অষ্টগ্রামে কয়েকজন শিক্ষক নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাপ্রাবিশিসর ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শুরু করেন।

এতে শিক্ষকদের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা তৈরি, সরকারি চাকরি বিধিমালা পরিপন্থি এবং শিক্ষকদের মর্যাদাক্ষুণ্ন হওয়ার অভিযোগে বাসপ্রাবিশিসর অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, বাপ্রাবিশিসর অষ্টগ্রামের ৭ শিক্ষক নেতা, প্রধান শিক্ষক জীবন ময় শীল, প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকার, শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক মসুদুল ইসলাম রানা ও শিক্ষক আলাউদ্দিনকে তাদের সমিতির কার্যক্রম বন্ধে ডাক যোগে আইনী চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষক নেতা মো. আতিকুর রহমান বলেন, আইন ও শিক্ষকদের সম্মান রক্ষায় আইনী চিঠি দিয়েছি। তাদের সাংগঠনিক কার্যক্রমে শিক্ষক সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্য সৃষ্টি করছে। তাই চিঠি দিয়েছি তা বন্ধ করতে। আশা করি তাদের শুভবুদ্ধি উদয় হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩