আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বটতলা এলাকা থেকে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আমতলী পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ১৮ মে শনিবার সকাল থেকে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা গেছে, পৌর শহরের অভ্যন্তরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী নতুন বাজার বটতলা, বাধঘাট বাজার হাসপাতাল পর্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা সড়ক ও জনপদ অধিদফতরের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান এ অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে মহাসড়কের পাশে জায়গা অবৈধভাবে দখল করে এ সকল স্থাপনা নির্মাণ করেছিল।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, মহাসড়কের পাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available