কুমিল্লা প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে এ উপলক্ষ্যে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রসিদ ইয়াসিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর জামায়াতের আমির দীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব রুবেল হোসাইনসহ অনেকে।
পরে নগরীর টাউন হল থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কুমিল্লার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র্যালি শেষে স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available