• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে চুরি হওয়া ১৪ গরু কুমিল্লা থেকে উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৫:৪৯

শাহরাস্তিতে চুরি হওয়া ১৪ গরু কুমিল্লা থেকে উদ্ধার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদর পৌর ৮নং ওয়ার্ড থেকে রাতের আঁধারে সশস্ত্র কায়দায় চুরি করে নেয়া ১৪টি গরু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গডা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিনভর ব্যাপক অভিযানের পর প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করার পর গরুগুলো শাহরাস্তিতে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ভোররাত থেকে ৬টি মোটরসাইকেল যোগে স্থানীয় যুবকেরা চোর চক্রের পেছনে ৩০ কিলোমিটার অনুসরণ করে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

জানা যায়, ভোররাতে শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত দেলোয়ার হোসেন মিয়াজীর পুত্র আমিমূল এহছান হৃদয়ের গরুর খামারের দায়িত্বে নিয়োজিত রাখাল জিতেন ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে অফিস কক্ষ ভাঙচুর করে। এক পর্যায়ে সেখান থেকে ১৪টি গরু নিয়ে ২টি পিকআপ যোগে পালিয়ে যায়। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ ও রাস্তায় পড়ে থাকা গোবর এবং মূত্রের চিহ্ন দেখে খামার মালিক আমিমূল এহছান হৃদয় এলাকার যুবকদের সাথে নিয়ে ৬টি মোটরসাইকেল যোগে পেছনে অনুসরণ করে চুরি হওয়া গরুগুলোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাঙ্গডা এলাকাটি গরু চোর চক্রের জন্য পরিচিত স্থান। অনেকেই ধারণা করছেন শাহরাস্তি উপজেলার একটি সক্রিয় চোরচক্র এর সাথে সম্পৃক্ত রয়েছে।

গরুগুলো ফিরে পেয়ে খামার মালিক আমিমূল এহছান হৃদয় জানান, এলাকার যুবকদের তাৎক্ষণিক তৎপরতার ফলে ৩০ কিলোমিটার ধাওয়া করে চুরি যাওয়া গরুগুলো ফিরিয়ে আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩