• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩১:৩৭ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩১:৩৭ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরায় যুবলীগের শোভাযাত্রা

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:৪৩

নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরায় যুবলীগের শোভাযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি: প্রায় বিশ হাজার নেতাকর্মী নিয়ে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে নব গঠিত সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমি চত্বরে জড়ে হতে থাকে।

পরে শিল্পকলা একাডেমিতে নবগঠিত জেলা যুবলীগের কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান মিজানে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ন-আহবায়ক (১) স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এস এম তানভীর হুসাইন সুজন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় যুলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিকাল সাড়ে ৫টার সময় জেলা যুবলীগের বিশাল উন্নয়ন শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পদ্মাসেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের প্লাকার্ড ও বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে উন্নয়ন শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভা যাত্রা থেকে থেকে আগাম দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের জন্য নৌকা প্রতীকে ভোট চান দলীয় নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে অস্ত্র-গোলা বারুদসহ আটক ২
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫০:২২



মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০১:৫৫






জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০