• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শপথের আগেই সংবাদকর্মীকে হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

২৭ মে ২০২৪ সকাল ১১:০১:১১

শপথের আগেই সংবাদকর্মীকে হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি: শপথের আগেই সংবাদকর্মীদের হুমকি দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা। ঘটনাটি ঘটেছে ২৫ মে শনিবার রাতে নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাব চত্বরে।

এ ঘটনার আগে ঢাকা থেকে প্রকাশিত দেশের একটি জাতীয় দৈনিকে ওই চেয়ারম্যানকে ঘিরে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল, ‘সহানুভূতির ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন রিয়াদ আরফান সরকার রানা’। ২৪ মে শুক্রবার প্রকাশিত ওই সংবাদটির পরিপ্রেক্ষিতে শনিবার রাতে চেয়ারম্যান রানা সৈয়দপুর প্রেস ক্লাব চত্বরে আসেন। তার সঙ্গে দেখা হয় ওই জাতীয় দৈনিক সমকাল পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক আরমানের সঙ্গে। এ সময় চেয়ারম্যান রানা ওই সংবাদ কর্মীকে, সংবাদে শব্দচয়নের বিষয়ে সাবধান হতে বলেন। আর হুমকি দিয়ে বলেন, ‘বি কেয়ারফুল’। চেয়ারম্যানের ঔদ্ধত্যপূর্ণ এমন কথার প্রতিবাদ করলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

২৬ মে রোববার দুপুরে ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানার সঙ্গে। তিনি বলেন, আমি এখন ইউএনও’র সঙ্গে মিটিংয়ে আছি। আমি এখন কোনো কথা বলতে পারবো না। এটা বুঝতে হবে।

সংবাদকর্মীদের হুমকি দেয়ার বিষয়ে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোত্তালেব হোসেন হক ও সদস্য সচিব 
নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সৈয়দপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি প্রয়োজনে রাজপথে নামবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩