• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শান্তিপূর্ণভাবে চলছে বাগেরহাটের ৩ উপজেলা নির্বাচন

৯ জুন ২০২৪ সকাল ১১:১৩:২১

শান্তিপূর্ণভাবে চলছে বাগেরহাটের ৩ উপজেলা নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের কারণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বাগেরহাট জেলার স্থগিত হওয়া মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।  

৯ জুন রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট কেন্দ্রে হাজির হয়।

খুব ভোরে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়েছেন কর্মকর্তারা । ৩ উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী রয়েছেন।

মোংলা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪ ‘ ৬৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪১০ জন এবং শরণখোলা  উপজেলায় ১ লক্ষ  ৭৫৪ জন ভোটার রয়ছেন।

মেংলা  উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৮ টি ও ভোট কক্ষ ২৬০টি। প্রিজাইডিং অফিসার ৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০ জন ও পুলিং অফিসার রয়েছেন মোট ৫২০ জন।

মোড়েলগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১১টি ও ভোট কক্ষ ৬৪৯ টি। প্রিজাইডিং অফিসার ১১১ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ৬৪৯ জন ও পুলিং অফিসার মোট ১২৯৮ জন রয়েছেন।

সরণখোলা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৪টি ও ভোট কক্ষ ২৫৩ টি। প্রিজাইডিং অফিসার ৩৪ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ২৫৩ জন ও পুলিং অফিসার মোট ৫০৬ জন রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১৩ জন আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩