• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৬:১৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৬:১৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিয়ন্ত্রণহীন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:৩৭

নিয়ন্ত্রণহীন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও পরিপূর্ণ পরিবর্তন হয়নি। বেশ কিছু অনিয়ম বাসা বেঁধে আছে বিভিন্ন স্তরে। এরমধ্যে অন্যতম ডাক্তারদের দায়িত্ব অবহেলা উঠে এসেছে অনুসন্ধানে। রোগীদের অভিযোগও বেশ লম্বা। সঠিক সময়ে দায়িত্ব পালন নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও কোনো পরিপূর্ণ সমাধান হয়নি। বারবার শোকজ নোটিশসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে চেষ্টা চালিয়েছেন ডাক্তারদের সঠিকভাবে দায়িত্বপালনের জন্য। কিন্তু অনেকেই প্রতিষ্ঠান প্রধানের কমান্ড মানছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে ডাক্তার সকালে সঠিক সময়ে কক্ষে আসেন না। আবার ডিউটির নির্ধারিত সময়ের আগেই চলে যায়, পাওয়া যায় না কক্ষে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে হাতেগোনা কয়েকজন ডাক্তার ছাড়া বেশিরভাগ ডাক্তার সঠিক সময়ে আসেন না। যদিও নির্দেশনা রয়েছে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে নিজ কক্ষে থেকে সেবা প্রদান করতে হবে। কিন্তু এর কিছুই নেই এই হাসপাতালে।

কেউ সকাল ১০টা আবার কেউ সাড়ে ১০টায় কক্ষে প্রবেশ করেন। আবার অনেকেরে মাঝে মধ্যে সাড়ে ৯টায় প্রবেশ করতে দেখা যায়। বিশেষ করে যারা সময় মত আসতে পারে না তারা বেশিরভাগই রাজধানী শহর থেকে প্রতিদিন যাতায়াত করে দায়িত্বপালন করেন। প্রতিদিন কর্মস্থল থেকে শহরে যাওয়া-আসা করে ডিউটি করার কারণে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ রোগীদের।

সাগর, নাসিমা আক্তার ও নুরুলসহ একাধিক রোগী অভিযোগ করে বলেন, ‘আমরা জানি সকাল ৮টায় ডাক্তার আসবে তাই হাসপাতালে এসে বসে আছি। কিন্তু সকাল ১০টার পর ডাক্তার আসেন। আবার কোনো টেস্ট দিলে সেগুলো রিপোর্ট পেতে সময় লেগে যায়। বেলা দেড়টায় রিপোর্ট পাওয়ার পর রিপোর্ট দেখাতে আসলে কক্ষে আর ডাক্তারকে পাওয়া যায় না। দেশে অনেক কিছু সংস্কার হয়েছে। আমরা চাই এসব অনিয়ম দ্রুত সংস্কার করা হোক।

তারা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে তারা যদি এসব সমাধান না করতে পারে তাহলে সরকারকে বলুক তারা পরিচালনা করতে ব্যর্থ বা তাদের নির্দেশনা শুনেন না ডাক্তাররা। তাহলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিবে জনগণের স্বার্থে।’

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘আগের চেয়ে এখন ডাক্তাররা দায়িত্ব পালনে মনোযোগী হয়েছে এবং পরিবর্তন হয়েছে। তবে কিছু ডাক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, সেগুলো প্রমাণ পাওয়ায় দিনভিত্তিক হিসাব করে তাদের বেতন কাটা হয়েছে। আশা করি, দ্রুত সবই সমাধান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০