• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে নিবন্ধনবিহীন ৩ হাসপাতাল বন্ধ

৩ মার্চ ২০২৪ দুপুর ০২:০২:১১

সাভারে নিবন্ধনবিহীন ৩ হাসপাতাল বন্ধ

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে ২টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

২ মার্চ শনিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালা করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, দেশব্যাপী স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন সাভার রেডিও কলোনির জ্যোতি চক্ষু হাসপাতাল, গেন্ডা এলাকার ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং সিআরপি এলাকার এ্যাডভান্সড ডায়াগনষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. সাইদুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সরকারি নিবন্ধন ছাড়াই তারা স্বাস্থ্য সেবা দিয়ে আসছিলো। স্বাস্থ্য সেবায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলেও জানান তিনি।

এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩