• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানুষ দ্রুতই বাড়ি ফিরবে: ত্রাণ উপদেষ্টা

৩১ আগস্ট ২০২৪ সকাল ১০:৫২:৪৮

মানুষ দ্রুতই বাড়ি ফিরবে: ত্রাণ উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, সরেজমিনে আমি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি। পানি কমতে শুরু করেছে। অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবে আশা করছি।

৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারি জায়গা জমি জবর দখল বিষয়ে উল্লেখ করে ত্রাণ উপদেষ্টা বলেন, খালবিল দখলের ঘটনা নিয়ে আমি কথা বলেছি। যারা দখল করেছেন তারা নিজেরাই তা অপসারণ করলে আমরা খুশি হবো। সরকার মানুষের সার্বিক কল্যাণের জন্যে কাজ করছে।

ফারুক ই আজম বীর প্রতীক আরও বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি। এখানে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আশা করছি খুব দ্রুত আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠবো।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রসিদ, লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুক হক রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০