বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে।
১৪টি ভোট কেন্দ্রের ১০৬টি ভোট কক্ষে পৌর এলাকার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৮,৮৫৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১৮৩৮৫ জন।
নির্বাচনে শুধুমাত্র মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার সদ্য সাবেক মেয়র হারিচুরর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করায় এই পদটি শূন্য হয়।
পৌরসভার আওতাধীন নয়টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে পূর্বের জনপ্রতিনিধিরা বহাল থাকায় এ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
১৯৯৬ সালে গঠিত ১২ বর্গ কিলোমিটার আয়তনের গৌরনদী পৌর এলাকায় বসবাস করেন প্রায় ৫০ হাজার বাসিন্দা। এ উপনির্বাচনের মাধ্যমে ভোট প্রয়োগ করে তারা তাদের নগরের কর্তা নির্বাচন করতে যাচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available