• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:০৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:০৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বন্যার্তদের মাঝে বুড়িচং উপজেলা সমিতির উপহার বিতরণ

২৭ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৬:২৯

বন্যার্তদের মাঝে বুড়িচং উপজেলা সমিতির উপহার বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: ২০১৮ সালে কোটা সংস্কারের জন্য হাইকোর্টে রিটকারী আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, যাকে আপনি উপহার দিচ্ছেন তিনি ভিক্ষুক নন, আজ হয়তো তিনি পরিস্থিতির শিকার। তাই তার উপহার গ্রহণকালের ছবিটা না তোলাই উত্তম। ত্রাণ না বলে উপহার বললে অনেক ভালো লাগে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বন্যা ট্যুর বন্ধ করুন। এসব গাড়ির কারণে উপহারসামগ্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছুতে পারছে না।

বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে দুদিনব্যাপী উপহার সামগ্রী বিতরণের প্রাক্কালে তিনি এসব কথা বলেন। 

বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিনের নেতৃত্বে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন মন্ত্রণালয়ের সিনিয়র হিসাবরক্ষণ অফিসার মো. আবু তাহের ও বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের উপস্থিতিতে একটি টিম এই উপহার সামগ্রী বিতরণ কাজে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। সমিতির সদস্য ও সুধীদের সহায়তা নিয়ে প্রায় ১০০০ পরিবারের জন্য পরিচালিত হয় এই উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি।

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন, ময়নামতির কিং বাজোহরা, বাকশিমুল ও রাজাপুর ইউনিয়ন এর পানিতে আটকে পড়া বিভিন্ন এলাকায় স্পিড বোটের মাধ্যমে উপহারসামগ্রী বিতরণ করা হয়| ইঞ্জিনিয়ার সীমান্ত ও মনিরের নেতৃত্বে একটি তরুণদের টিম বন্যাকবলিত মানুষের মাঝে উপহার বিতরণের কাজটি সুসম্পন্ন করেছেন।

সমিতির সভাপতি এম এ মতিন বলেন, আমাদের এমন কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা সমিতির সকল সদস্যকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই | সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম যেসকল সংগঠন ও ব্যক্তি এমন মহৎ কাজে আত্মনিবেদিত হয়ে বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা। নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান। বন্যাকবলিত মানুষগুলোকে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩